তুরস্কের সোডেক্স আন্তর্জাতিক মেলায় নজর কাড়ছে ওয়ালটন কম্প্রেসর

৩০ সেপ্টেম্বর, ২০২১ ১৯:৪৩  
তুরস্কের বৃহত্তম শহর ও প্রধান সমুদ্রবন্দর ইস্তাম্বুলের আইএসকে সোডেক্স আন্তর্জাতিক মেলায় অংশ নিয়েছে ওয়ালটন। মেলায় বৈশ্বিক ক্রেতাদের কাছে আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে ওয়ালটন কম্প্রেসর। ২৯ সেপ্টেম্বর শুরু হওয়া এ মেলা চলবে ২ অক্টোবর পর্যন্ত। মেলায় আন্তর্জাতিক এইচভিএসি অ্যান্ড আর, ইনস্যুলেশন, পাম্প, ভাল্ব, ফিটিং, ওয়াটার ট্রিটমেন্ট, ফায়ার প্রিভেনশন, পুল অ্যান্ড সোলার এনার্জি সিস্টেম ইত্যাদি পণ্য প্রদর্শিত হচ্ছে। মেলায় বৈশ্বিক ক্রেতাদের কাছে বাংলাদেশে তৈরি বিশ্বের ‘মোস্ট সাইলেন্ট অ্যান্ড ডিউরেবল’ ওয়ালটন কম্প্রেসর উপস্থাপন করছেন প্রতিষ্ঠানটির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল। ওয়ালটন প্রতিনিধিদলে আছেন এর পরিচালক এস এম মাহবুবুল আলম, জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক তানভীর রহমান ও মাহফুজুর রহমান, ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের (আইবিইউ) প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম, কম্প্রেসর প্রোডাক্টের ডেপুটি চিফ বিজনেস অফিসার নাসির উদ্দিন মন্ডল প্রমুখ। কার্গি’র পক্ষ থেকে মেলায় সার্বিক নির্দেশনায় আছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এমিন কার্গি। তুরস্কে ওয়ালটন কম্প্রেসরের পরিবেশক কার্গি সগুতমা ইসিতমা স্যান ভি টিক ও এসটিআই এর মাধ্যমে ২০২৩ সালের মধ্যে দেশটিতে ১ মিলিয়ন বা ১০ লাখ কম্প্রেসর রফতানির আশা করছে ওয়ালটন কর্তৃপক্ষ।